• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শফিকুল বারী’র ।। বেশ্যা বধূয়া আমার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

খুব নিভৃতে, সাবধানে বড়ই যতনে 
দিলে’র গভীরে সাজিয়ে রেখেছি তোকে-
বেশ্যা বধূয়া আমার।
তোর জন্ম হয়েছে আমার-ই জন্য
আমায় ভালবাসা শেখাতে।
চাইনি দুনিয়া জানুক 
তাই তো লুকিয়ে রেখেছি হৃদয় গহীনে
 খুবই গোপনে।
কী করে ভুলে যাই 
তোর ভুবন ভোলানো হাসি
ছোট ছোট কথা আর মধুময় সময় যত।

 

সে রাত ছিল দোল পূর্ণিমার, 
তোর বাড়ির সামনেই সরু পথ
ওপারে ঘাসে ছাওয়া এক চিলতে খোলা মাঠ
দক্ষিণ পূর্ব কোণে শ্মশান থেকে ভেসে আসছে 
চৌরাশিয়ার বাঁশির ভৈরবী রাগে মাতাল করা সুর
ঝিরি ঝিরি বাতাসে কৃষ্ণচূড়া গাছের নিচে 
আমার বুকে মাথা রেখে তুই 
তোর রাত-কালো চুলের সুবাসে মাতাল আমি !

 

হঠাৎ বললি তুই-
আদর করে বেশ্যা বউ বলো, 
একদিন ঠিক বেশ্যাই হবো !!
নিমিষে আধাঁর হয়ে গেলো আমার পৃথিবী,
রঙ হারালো ফুলেরা
চাঁদের মুখ গোমড়া হলো,
তাল-লয় হারালো চৌরাশিয়ার বাঁশির সুর,
থমকে গেল বিশ্ব, বন্ধ হলো সমীরণ।

 

হঠাৎ অনুভব করলাম 
দু’টো ভেজা ঠোট আদরে ভরিয়ে দিল আমায়,
বললি-পাছে ভয় হয়- 
অন্য কোনো আনবাড়ি গেলে
আমার সে জীবন হবে পতিতার !
বুকে জড়িয়ে শেষের কবিতা থেকে আবৃত্তি করলাম-
‘আমরা যাব যেখানে কোনো যায়নি ‘নে সাহস করে’।
তোমাকে কোনোদিন ছেড়ে যাব না বলেই হাসলি
তোর ভুবন ভুলানো হাসি, আবারো কিনে নিলি আমায়
কৃতদাসের মত তোর নির্দেশে দু’জনে হয়ে গেলাম একজন !!
আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল