• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

লবন গুজবে বিভ্রান্ত না হওয়ার আহব্বান ঘাটাইল উপজেলা প্রশাসনের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

মঙ্গলবার (১৯ নভেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে লবণের মূল‌্য বৃদ্ধি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য ব্যবসায়ী ও জনগনের প্রতি আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জন্য জানানো যাচ্ছে যে, বাজারে পর্যাপ্ত পরিমাণে লবনের সরবরাহ আছে। লবনের দাম বাড়ার বিষয়টি সম্পূর্ণ গুজব। কেউ এই ধরণের গুজব সৃষ্টি করলে ও বেশী দামে লবন বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সরেজমিনে জানা যায়, সারা দেশের মতো ঘাটাইলে লবনের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে বাজারে সাময়িক এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। যার চাহিদা এক কেজি, তিনি কিনছেন পাঁচ কেজি, ফলে বাজারে মজুদের পরিমাণে ঘাটতি দেখা দেয়। অবশ্য সকালের দিকে লবনের দাম ব্যবসায়ীরা একটু বেশি রাখলেও বেলা গড়ানোর সাথে সাথে দুপুরের পর সেই আগের দামেই ফিরে আসে।

এদিকে ঘাটাইল উপজেলা প্রশাসন গুজব সৃষ্টি করে বেশী দামে লবন বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে। আজ বিকেলে এই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে শহর জুড়ে মাইকিং করা হচ্ছে।

ঘাটাইল বাজার রোডের অধিবাসী হালিম তালুকদার বলেন, এক শ্রেণীর অসাধু লোকজন গুজব ছড়িয়ে কাচা টাকা হাতিয়ে নেয়ার ফন্দি আঁটছে। এসবে উপজেলা প্রশাসন ও রাজনিতিকদের কঠোর ভুমিকা রাখা উচিত।

ঘাটাইল বাজারের লবন ব্যবসায়ী আমজাদ আলি আজ মঙ্গলবার বিকালে জানান, আমি নিম্ন মানের লবন ২০ টাকা কেজি ও ভালো মানের লবন ৩০ টাকা কেজি দরে বিক্রি করছি। অনেকেই গুজবে কয়েক কেজি লবন একসাথে নেয়ায় ও সারা দেশে পরিবহন ধর্মঘটের কারণে এই সংকট তৈরি হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল