• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

লকডাউনে কমেছে রাজধানীর বায়ুদূষণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও চলছে কঠোর লকডাউন। বর্তমানে গণপরিবহণ না চলাচল করায় বলতে গেলে সড়ক একেবারেই ফাঁকা। জরুরি সেবা ছাড়া কোনো ইঞ্জিনও চলছে না। ফলে হচ্ছে না বায়ু আর শব্দের দূষণ। তাই রাজধানীর বায়ুদূষণ নেমে গেছে কয়েক ধাপ। 
শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচকে (একিউআই) এ চিত্র উঠে এসেছে।

এ সূচকে বায়ু দূষণের মানমাত্রায় ঢাকায় পয়েন্ট ১০২, অবস্থান আট নম্বরে। অথচ এ লকডাউনের আগে প্রায় প্রতিদিনই ঢাকা থাকতো শীর্ষে, ১ নম্বরে বা তার আশপাশে। ৩০০ থেকে ৪০০ পর্যন্ত থাকতো পয়েন্ট।

এদিকে গতকাল রাতে বৃষ্টির কারণে ধুলোবালি আরো কমেছে। ফলে বাতাসের বিশুদ্ধতার হারও বেড়েছে। গতকাল দিনের বেলায় এ মানমাত্রা ছিল ১০০ থেকে ১৫০ এর মধ্যে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) বলছে, লকডাউন শুরুর পর ১৪ এপ্রিল থেকে দিনের কোনো কোনো সময় স্বাভাবিক সময়ের চেয়ে ৭০ ভাগ বায়ু দূষণ কমেছে, সারাদিনের হিসেবে ৫৫ ভাগ কমেছে। 

ক্যাপস সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন ঢাকার রাস্তায় জীবিকার তাগিদে বহুলোকের আনাগোনা লেগেই থাকে। এসব মানুষকে বহন করে রাজপথে ছুটে বেড়ায় বিভিন্ন ধরনের যানবাহন। এখন এগুলো চলছে না বললেই চলে। সাধারণ মানুষ লকডাউনের এ সময়টা সাধারণত ঘরেই কাটাচ্ছেন। আর এতে করে বায়ুর দূষণও কমেছে।

প্রসঙ্গত, ২০২০ সালে বাংলাদেশের বাতাসে গড় ধুলিকণার পরিমাণ ছিল প্রতি ঘনমিটারে ৭৭ দশমিক ১ মাইক্রোগ্রাম, যা পরিবেশ অধিদফতরের আদর্শমানের সাড়ে পাঁচ গুণ বেশি। এর মধ্যে ঢাকার ৭০টি স্থানের দূষণ গবেষণা করে দেখা যায়, পরিবেশ অধিদফতরের বায়ুদূষণের মাত্রা আদর্শ মানের চেয়ে বাতাস পাঁচ দশমিক ২ গুণ বেশি দূষিত।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল