• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

লকডাউনকালে বন্ধ থাকবে দেশের সব ফ্লাইট

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে ৭ দিনের লকডাউনে যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

 

রোববার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে এ বিষয় নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আগামী ১৪ তারিখ থেকে সাতদিন যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। লকডাউনের প্রজ্ঞাপন আসার পর পরবর্তী নির্দেশনা দেয়া হবে। তবে লকডাউনের সময়ে অনুমতি নিয়ে কার্গো বিমান, স্পেশাল/চাটার্ড ফ্লাইট চলাচল করতে পারবে।

 

এদিকে করোনার সংক্রমণ রোধে দেশে গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা চলছে। এ কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

 

চলমান প্রথম দফা লকডাউন শেষ হচ্ছে আজ রোববার। আর দ্বিতীয় দফা কঠোর লকডাউন শুরু হচ্ছে আগামী ১৪ এপ্রিল।   

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল