• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রৌমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০  

‘মাতৃদগ্ধদানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়–ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলা হাসপাতাল সম্মেলন কক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। স্বাস্থ্যসেবা বিভাগ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের ঘোষনা মোতাবেক ৯ আগস্ট হতে ১৬ আগস্ট পর্যন্ত সারাদেশের ন্যায় রৌমারীতেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবে। পরে এক আলোচনায় সভায় বক্তব্য রাখেন ডা. আরিফ হোসেন, ডা. মোক্তারুল ইসলাম সেলিম, এইচ আই আব্দুল আওয়াল ও আব্দুল ওয়াহেদ, পরিসংখ্যান কর্মকর্তা জিন্নাত ফাতেমা, স্যানিটারি কর্মকর্তা ফরিদ আহমেদ, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার দুলাল চন্দ্র পাল, জহুরুল ইসলাম প্রমূখ।  

হাসপাতাল কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম তার বক্তব্যে বলেন, সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারিগণ যারা দায়িত্বে রয়েছেন তারা অতিগুরত্ব সহকারে কাজ করবেন। প্রসূতি মায়েদের প্রতি সব সময়ে সুনজরে রাখতে হবে। মায়েরা যাতে  কোন কষ্ট না পায়,সেদিকে খেয়াল রাখতে হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল