• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রৌমারী সীমান্তে আবারো ৪০ প্যাকেট ধানবীজ আটক করল বিজিবি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০  

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারো ৪০ প্যাকেট ধানবীজ আটক করেছে বিজিবি। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে  চোরাকারবারিরা বাংলাদেশ ও ভারত সীমান্তের ১০৬৩-৪ এস নং পিলার দিয়ে বিভিন্ন জাতের বোরো ধানবীজ পাচার করার সময় ধানবীজগুলো আটক করা হয়। 

 

উপজেলার সদর ইউনিয়নের বোল্লাপাড়া-বেপারীপাড়া ও ভারতের মানকারচর থানার  জোড়ডাঙ্গা সীমান্ত ১০৬৩-৪এস নং  পিলার  দিয়ে পাচার করার সময়  ২ কেজি ওজনের ৪০ প্যাকেট বিভিন্ন জাতের বীজ টহলরত বিজিবি সদস্যরা ধাওয়া করে আটক করেন।  পরে ধানবীজগুলি রৌমারী শুল্ক গুদামে জমা দেওয় হয়েছে। 

 

এলাকাবাসি অভিযোগ করেন ওই এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা ডিজেল, সার ও কিটনাশক বিক্রির নামে ধানবীজ রৌমারী বাজারসহ বিভিন্ন বাজার থেকে গোপনে কিনে নিয়ে দোকানে জমা রাখে। পরে রাতের আধারে চোরাকারবারির কাছে বেশি দামে বিক্রি করে দেয়।

 

জামালপুর ৩৫ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আজাদ ধান পাচারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন আমরা শক্ত অবস্থানে আছি। 

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল