• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রাজস্ব ফাঁকি: টাঙ্গাইলে ‘লাকি বিড়ি’ ফ্যাক্টরিতে অভিযান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ আগস্ট ২০২০  

সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের লাকি বিড়ির ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট টাঙ্গাইল বিভাগ।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ অভিযান শেষ না হওয়ায় রাতে লাকি বিড়ি ফ্যাক্টরি সিলগালা করা হয়।


 
পরে বুধবার (১৯ আগস্ট) দিনব্যাপী অভিযান পরিচালনা শেষে সিলগালা অপসারণ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট টাঙ্গাইল বিভাগ কার্যালয় সূত্র জানায়, লাকি বিড়ি ফ্যাক্টরিতে দুইদিন অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকার অনুমোদিত ব্যান্ডরোলের চেয়ে তাদের গোডাউনে ব্যান্ডরোলের সংখ্যা অনেক বেশি পাওয়া যায়। পরে সেগুলো তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে।

লাকি বিড়ি ফ্যাক্টারির বেলাল মিয়া জানান, মঙ্গলবার তাদের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিস। পরবর্তীতে কি হয়েছে সে বিষয়ে কিছুই বলতে রাজি হয়নি তিনি।

এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট টাঙ্গাইল বিভাগের কর্মকর্তা জোবায়দা খানমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাদের পরিচালকের সঙ্গে যোগযোগ করতে বলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল