• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

রাজধানীতে ফের ভয়াবহ আগুন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

রাজধানীতে ফের ভয়াবহ আগুন

রাজধানীতে ফের ভয়াবহ আগুন

ঢাকার কেরানীগঞ্জের মালঞ্চে নির্মাণাধীন পাওয়ার হাইজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে।

এ রিপোর্ট লেখা সময় রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের পরিদর্শক আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুতের সাব স্টেশনটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে দগ্ধ হয়ে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়।

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেরে যায়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনালের আলী আহাম্মেদ খান সে সময়ে জানান, আগুন লাগার পর থেকেই পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের অন্তত ৩৭টি ইউনিটের দুইশতাধিক ফায়ার ফাইটার্স কাজ করছে। এই জায়গাটা আসলে সংকীর্ণ, আমাদের পানির শঙ্কট হয়েছিল।

এরপর ২৫ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। রোববার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দফতর থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল