• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনা : দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন : পরিবেশমন্ত্রী কৃষকের দামে তরমুজ বিক্রির কার্যক্রম পরিদর্শন কৃষিমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুরে অভিযোগ প্রতিকার বিষয়ক সমন্বয় সভা তথ্য কমিশন বাংলাদেশ ৬টি অভিযোগের নিষ্পত্তি করেছে জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন চীনের সঙ্গে এফটিএ করতে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় কর্ণফুলী নদীতে ফিশিং বোটে বিস্ফোরণ, দগ্ধ ৪ জনকে চমেকে ভর্তি চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক

রসুনের দাম বৃদ্ধির ব্যাপারে লক্ষ্য রাখা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

বাজারে রসুনের দাম বাড়ার ব্যাপারে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

 

এর আগে বাংলাদেশে সফররত কানাডার সাচকাচোয়ান প্রদেশের কৃষিমন্ত্রী এইচ ই মি. ডোভিড মারিটের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ কানাডা বাণিজ্য সম্পর্কিত বিষয়ে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী। 

 

বাজারে রসুনের দাম বেড়ে গেছে- সাংবাদিকরা এমন প্রসঙ্গ করলে তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ ব্যাপারে আমরা খুব সিরিয়াস, আমরা লক্ষ্য রাখছি। এ ধরনের সুযোগগুলো অসাধু ব্যবসায়ীরা নিয়েছিল। অসাধু ব্যবসায়ীদের বিষয়ে শক্ত অবস্থানে যেতে চাই। 

 

কঠোর ব্যবস্থা নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, চীন থেকে পণ্য না এলে সেটি নিয়ে আমরা বসতে চাই। রসুন, আদা, কাপড় নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকেই জানতে চাওয়া হবে। 

 

কারোনাভাইরাসের কারণে চীনের পণ্য আমদানিতে সমস্যার কারণে বাংলাদেশের বাজারে যাতে প্রভাব না পড়ে সেজন্য বিকল্প বাজারে সরকার নজর রাখছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল