• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

যুক্তরাষ্ট্রে রপ্তানী হবে বাংলাদেশে তৈরি স্মার্টফোন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

আন্তর্জাতিক বাজারে এবারই প্রথম ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন রপ্তানী করতে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক নামীদামি ব্র্যান্ড ওয়ালটনের কাছ থেকে স্মার্টফোন নিচ্ছে। ওরিজিনাল ইক্যুপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) হিসেবে ওই ব্র্যান্ডটিকে স্মার্টফোন তৈরি করে দিচ্ছে দেশের শীর্ষ এ ব্র্যান্ড।

 

আমেরিকায় স্মার্টফোন রফতানির কার্যক্রম আগামী ১ মার্চ উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এ সময় আরো উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম বলেন, দেশের বাজারে আমাদের অবস্থান নম্বর ওয়ান। আমরা এবার আন্তর্জাতিক বাজারে অবস্থান পাকাপোক্ত করতে চাই। আমেরিকার পর পর্যায়ক্রমে ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি হবে স্মার্টফোনসহ ওয়ালটনের তৈরি বিভিন্ন প্রযুক্তিপণ্য।

 

ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও আইসিটি পণ্য উৎপাদনে বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশি এ ব্র্যান্ড।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল