• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

যমুনায় বালু উত্তোলন করায় অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০  

যমুনা নদীর অংশে টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫টি বাংলা ড্রেজার মেশিন ও ব্যবহৃত পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

বুধবার ও বৃহস্পতিবার দুইদিন উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, ভ্রাম্যমাণ আদালতের আগমণ সংবাদে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার সিরাজকান্দি লেংড়া বাজার এলাকার জাহাজমারা বালু ঘাট থেকে গোবিন্দাসী ঘাট পর্যন্ত ৭টি ড্রেজার এবং গোবিন্দাসী থেকে জিগাতলা ও জগৎপুরা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত ৮টি অবৈধ বাংলা ড্রেজার ভাঙচুর করা হয়। এরআগে অভিযানের সংবাদ পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল