• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

যমুনার তীরের সাপধরী ও মন্নিয়াতে বিদ্যুতায়িত হবে-ধর্ম প্রতিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মে ২০২১  

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলার যমুনার তীরবর্তী সাপধরী ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও চর উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সম্ভাবতা নির্ধারনে দিনব্যাপী সফর করেন ।

সোমবার সকালে সড়ক ও নৌপথে উপজেলার কেন্দ্র থেকে যমুনা নদী দ্বরা বিচ্ছিন্ন দ্বীপ সাপধরী ইউনিয়ন পরিদর্শন করেন ।

সাপধরী ইউনয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি’র ঐকান্তিক প্রচেষ্ঠায় ইন্দুলামারী গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ১জাজার ৮শত মিটার যমুনা তীরবর্তী নির্মিত বাঁধ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল পরিদর্শন শেষে নাগরিক সমাবেশে তিনি বলেন ইসলামপুরের যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন সাপধরীতে এ বছরের ডিসেম্বরের মধ্যেই মূল ভুখন্ড থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে ।

সাপধরীতে ৪ কিঃমিঃ পাকা সড়ক সহ শিশুদের শিক্ষার জন্য আফরোজা হক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বৃদ্ধি এবং চরাঞ্চলের কৃষিপণ্য বাজারজাতকরণের সুবিধা বৃদ্ধির জন্য ফরিদুল হক খান দুলাল বাজারের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে ।

তিনি সফরকালে চর শিশুয়া থেকে দিঘাইর হয়ে চেঙ্গানিয়া পর্যন্ত ৪ কিঃমি আরসিসি পাকা রাস্তা,কাসারীডোবা মজিবরের বাড়ীর পশ্চিম পাশ হইতে কটাপুর বাজার পর্যন্ত ৩ কিঃমি রাস্তার পূণঃনির্মন,সিঙ্গাপুর প্রবাসী ও সমাজসেবক সবুজ মিয়ার প্রচেষ্ঠায় ইসলামপুর উপজেলা পরিষদের অর্থায়নে কাসারীডোবা আমতলী পশ্চিম নদীর ঘাট থেকে ফরিদুল হক খান দুলাল বাজার পর্যন্ত ১.৫ কিঃমিঃ রাস্তার নির্মান ও রাস্তার দুই পাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন ।

এ সময় ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামান আব্দুন নাসের বাবুল,পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ,সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রোকনুজ্জামান ,তিতাস গ্যাস টিএনবি কোম্পানী লিমিটেড,গাজীপুরের ব্যবস্থাপক ধর্ম প্রতিমন্ত্রীর জামাতা এমদাদুল হক ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ,সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন,পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন স্বাধীন,সাপধরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহ আলম মন্ডল ও সিঙ্গাপুর প্রবাসী ও সমাজসেবক সবুজ মিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল