• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মৎস জীবি লীগের সভাপতি সাইদুর, সাধারণ সম্পাদক আজগর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

‘মাছে-ভাতে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রথম সম্মেলন। আর এই সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা পেয়েছে সংগঠনটি।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মৎস্যজীবী লীগের কমিটি ঘোষণা করেছেন। একজন নারীসহ ১১ জনের নাম অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।

আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হয়েছেন সাইদুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন আজগর নস্কর এবং কার্যকারী সভাপতি হয়েছেন সাইফুল আমল মানিক। সাইদুর রহমান আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- আবুল বাসার, আবদুল গফুর, মুহাম্মদ আলম, নূরে আলম রহু ও নাসরিন সুলতানা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন- আব্দুল আলিম, টিপু সুলতান, রফিকুল ইসলাম রফিক।

এদিকে, মৎস্যজীবী লীগের সম্মেলন ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে সংগঠনটির তৃণমূলের নেতাকর্মীরা। সারাদেশে মৎস্যজীবী লীগের ৭৭ টি সাংগঠনিক শাখা রয়েছে। এ সম্মেলনে ১৯২৫ জন কাউন্সিলর এবং ৮৫০০ জন ডেলিগেটর উপস্থিত রয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল