• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মেলান্দহে ৭ মার্চ উপলক্ষে পুলিশের আনন্দ উদযাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

জামালপুরের মেলান্দহ উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চ‚ড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে মেলান্দহ থানা পুলিশ।

৭ মার্চ বিকালে মেলান্দহ মুক্ত মঞ্চে আনন্দ উদযাপন অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপত্বি করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুনুর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল করিম, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ চেয়ারম্যান, সম্পাদক মো. জিন্নাহ্, বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন- মেলান্দহ থানার ওসি তদন্ত মো. আব্দুল মজিদ।

আলোচনা শেষে শিল্পী আশরাফুল ইসলাম বিপ্লব মন্ডলসহ অন্যান্য শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল