• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

মেলান্দহে যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকীর প্রতিবাদ সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ মে ২০২১  

জামালপুরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেনকে হত্যার হুমকী এবং তার ব্যবস্থা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ সভা ১৭ মে বিকেল ৫টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

 

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে। 

 

ইউনিটির সভাপতি-ইত্তেফাক-নিউ নেশনের সংবাদদাতা শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সহসভাপতি ফজলুল করিম (খবরপত্র), সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), অর্থ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান রতন (প্রতিদিনের সংবাদ), প্রচার সম্পাদক ছামিউল ইসলাম (দৈনিক সংবাদ), দেওলাবাড়ি প্রবাহের সম্পাদক-প্রকাশক হাবিবুর রহমান হাবিব। প্রতিবাদ সভায় সাংবাদিকদের কর্মসূচির সাথে একাত্ত¡তা ঘোষণা করে বক্তব্য রাখেন-শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের সভাপতি আতিকুর রহমান ভুট্রো, কবি-গীতিকার ফরহাদ হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি মোশাররফ হোসেন, সোনার বাংলা ট্রেনিং একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক হাতেম আলী প্রমুখ।

 

বক্তারা সাংবাদিক শোয়েব হোসেনের দোকানে সশস্ত্র হামলার নিন্দাসহ হামলাকারিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

 

উল্লেখ্য, ১৫ মে দিবাগত রাতে সন্ত্রাসী জামালপুর শহরের সাংবাদিক শোয়েব হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তাকে হত্যার হুমকী প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ওসি রেজাউল করিম জানান-সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল