• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মুজিববর্ষে কালিহাতীতে ঘর পাচ্ছেন ১৪৫ পরিবার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভূমি ও গৃহহীন ১৪৫ টি পরিবারের মাঝে ঘর দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।

মঙ্গলবার গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ পরিদর্শন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আতাউল গনি এ তথ্য জানান।

সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়ায় ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা নির্বাহী প্রকৌশলী জহির মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল