• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন দল বঙ্গবন্ধু সেনানিবাসে অবস্থান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’ দল টাঙ্গালের বঙ্গবন্ধু সেনানিবাসে এসে পৌছেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বগুড়া সেনানিবাস থেকে ৭৪ কিলোমিটার সাইক্লিং করে বিকেলে বঙ্গবন্ধু সেনা আসে।

বঙ্গবন্ধু সেনানিবাসে ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাকিল আহমেদ ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সেনানিবাসের ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণের ফেরদৌসি ক্যাসানী, বঙ্গবন্ধু সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন দল বঙ্গবন্ধু সেনানিবাসে একদিন দুই রাত যাপন করে তারা বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসের উদ্দেস্যে যাত্রা শুরু করবে।

সাইক্লিং এক্সপেডিশন দলনেতা মেজর আব্দুল্লাহ আসিফ মাহমুদ জানান, গত ৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ জন সেনাসদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে তেতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত এক হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর যাত্রা শুরু করে। মঙ্গলবার পর্যন্ত ৬ষ্ঠ দিনে ৫২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাঙ্গালের বঙ্গবন্ধু সেনানিবাসে আসে। একদিনে তারা সর্বোচ্চ ১২১ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন এর সমাপনী অনুষ্ঠান কক্সবাজারের জলতরঙ্গে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল