• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মুজিববর্ষ উদযাপনে বংশাই সাহিত্য সংসদের বিভিন্ন কর্মসূচি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই সাহিত্য সংসদ আজ শনিবার (১৪ মার্চ) বিকালে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, বংশাই সাহিত্য সংসদের প্রয়াত সদস্যদের সম্মাননা প্রদান সহ নানা অনুষ্ঠান।

এ সব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।

বংশাই সাহিত্য সংসদের সভাপতি হায়দার রহমানের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক জুলফিকার হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম প্রমূখ।

আতা খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নূরুজ্জামান মিঞা, আব্দুস ছাত্তার পলাশী, সাপ্তাহিক জাহাজমা পত্রিকার প্রকাশক আতিকুর রহমান, সোয়েব রানা, আবু হেনা মোস্তফা জালাল সহ কবি, সাহিত্যিক, গবেষকসহ বিভিন্ন শ্রেনি পেশার সুধীজন।

বংশাই সাহিত্য সংসদের সম্মাননা প্রাপ্ত চার প্রয়াত সদস্যরা হলেন, কবি জিন্নাহ বিন জয়েন উদ্দিন, সাংবাদিক ও নাট্যকার নৃপেন বিশ্বাস, কবি আশরাফুল ইসলাম মুকুল, টিভি অনুষ্ঠান নির্মাতা আমজাদ কবীর চৌধুরী।

বক্তারা সুস্থ সাহিত্য ও সাংস্কৃতি বিকাশে অবিলম্বে বন্ধ থাকা সাধারন গ্রন্থাগার চালু করার দাবী জানান।

পরে কবি নেপাল সূত্রধর চয়নের কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন, সাহিত্য সংসদের প্রয়াত সদস্যদের স্মৃতিচারন করা হয় এবং মুক্তিযুদ্ধের নাটক প্রদর্শিত হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল