• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

মুখের ব্রণ চিরতরে নিরাময় করবে মুলা!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০  

অনেকেই হইতোবা শিরোনাম পড়ে অবাক হচ্ছেন! ভাবছেন মুলা কীভাবে ব্রণ নিরাময় করবে? ভাবনার কিছু নেই। কারণ মুলার তৈরি খাবার অনেকের পছন্দের তালিকায় থাকলেও, ত্বকের যত্নে এটি ভালো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে।

যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য মুলা সুখবর বয়ে আনে। ত্বক পরিচর্যায় মুলা ব্যবহার খুবই কার্যকর। এছাড়া কাঁচা মুলার প্যাক ক্লিনজার হিসেবে দারুণ উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক ব্রণ নিরাময়ে মুলা ব্যবহার পদ্ধতি-  

 

প্রথমে একটি তাজা মুলা বেছে নিন। এবার এটি ভালোভাবে ধুয়ে নিন। তারপর কাঁচা মুলাটির পাতলা পাতলা টুকরো করে নিন। এবার এই পাতলা টুকরোগুলো ব্রণে লাগিয়ে রাখুন ১০ মিনিটের মত। সপ্তাহে দুই থেকে তিনদিন এটি ব্যবহার করতে পারেন। দেখবেন খুব দ্রুত ব্রণ নিরাময় হয়ে যাবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল