• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে এক রাষ্ট্রকে খুশি করতে অন্যের বিরাগভাজন কাম্য নয় : সেনাপ্রধান কেউ মানুষের ভাগ্য পরিবর্তন করেনি, এটাই দুর্ভাগ্য নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করার উদ্যোগ নেয়া হবে শিল্প ও সংস্কৃতির উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্ব দিতে হবে বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৫৩ জন রিমান্ডে

মিশরে অ্যাপলের সিইও স্টিভ জবস জীবিত!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

বেশ কয়েকদিন ধরেই অন্তর্জাল বা ইন্টারনেটে ঘোরে বেড়াচ্ছে খোঁচা খোঁচা দাঁড়িতে এক ব্যক্তির ছবি। যাকে অ্যাপলের সিইও স্টিভ জবসের সঙ্গে মিলিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বিদরা দাবি করছেন, জবসের মৃত্যুর বিষয়টি ভুয়া এবং তিনি দিব্যি বেঁচে আছেন, রয়েছেন মিশরে। ডেইলি মেইল, হেভি ডট কম

সোমবার র‌্যাডিট ডট কম সাইটে অ্যাপলের প্রতিষ্ঠাতার সঙ্গে হুবহু মিলের এই ছবিটি ছড়িয়ে পড়ে। এর পর দুই হাজারেরও বেশি ব্যবহারকারী ছবিটির নিচে বলছেন, ‘এটি স্টিভ জবসের মতো নন, জবস-ই হবে।’ অন্যদিকে যে ব্যক্তি ছবিটি পোস্ট করেছেন তিনি এখনো ছবিটি কখন তোলা হয়েছে তা নিয়ে কিছু বলছেন না।

অ্যাপলের সিইও স্টিভ জবস

একজন বলছেন, ‘তিনি মিশরকে ভালোবাসতেন, এমনই সাধারণ জীবন যাপন করতে চাইতেন।’

 

আরেকজন বলেন, ‘যড়যন্ত্র তত্ত্ব বাদ দিয়ে যদি বাস্তবতা দেখি, সত্যিটা হলো জবস এমন কাজ করার মতোই পাগলাটে ছিলেন।’ ছবিটির বড় সাদা পোশাক নিয়ে এক ষড়যন্ত্র তত্ত্ব বিদ বলেন, ‘জবসের বৌদ্ধজম ও আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে আগ্রহ ছিলো।’

 

তবে অন্য বিশ্লেষকরা বলছেন, ছবিতে থাকা এই ব্যক্তি দেখতে স্টিভ জবসের মতো, কিন্তু স্টিভ জবস নন। তারা দাবি করছেন, মিশরের এই ব্যক্তি অ্যানলগ ঘড়ি পরেছেন কিন্তু স্টিভ জবস পরতেন অ্যাপল ওয়াচ। তবে ষড়যন্ত্র তত্ত্ব বিদরা আসল স্টিভসকে চিনতে অ্যাপল ঘড়ির এই সূত্র নিয়ে হাসাহাসি করছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল