• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরের বনের ভিতর অবৈধ সীসা কারখানা, গুঁড়িয়ে দিলো প্রশাসন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর সীসা তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক মোশারফ দেওয়ানকে এক মাসের জেল ও ছয় শ্রমিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পাহাড়ি এলাকার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে বনের ভেতরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের জেল ও জরিমানা করা হয়।

জুবায়ের হোসেন জানান, একটি অসাধু চক্র প্রশাসনের নির্দেশ অমান্য করে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই বনের ভেতরে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অবৈধ কারখানা গড়ে তোলে। কারখানার দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে উঠেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে অবৈধ সিসার কারখানা গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িত কারখানার মালিক মোশারফ দেওয়ানকে এক মাসের জেল ও কারখানার ৬ শ্রমিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন বিচারক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল