• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরের কৃতি সন্তান এস এম মহসীন পেলেন একুশে পদক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর একুশে পদক পেয়েছেন প্রবীণ অভিনেতা এস এম মহসীন। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে। ব্যক্তি জীবনে তার দুই ছেলে ও স্ত্রী আছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘একুশে পদক ২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এই রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসমারিক সম্মাননা পদক গ্রহণ করেন।


 
এছাড়া টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিশিষ্ট বিজ্ঞানী ড. নুরুন নবীও একুশে পদক পেয়েছেন।

এস এম মহসীন একজন বাংলাদেশী মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সন্মানিত ফেলো লাভ করেন। প্রায় চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। এছাড়া প্রায় ২৪ বছর পরিচালক হিসেবে চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসাবে কাজ করেছেন।

তিনি আতিকুল হক চৌধুরী পরিচালিত রক্তে ভেজা ও কবর নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত চিঠি নাটকে অভিনয় করেছেন। পদক্ষেপ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন। একই সাথে থিয়েটার দল ড্রামা সার্কল এ তিনি অভিনয় করেছেন।

গুণী এই অভিনেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মহসীন জানান, ‘অভিনয় করে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। রাষ্ট্রও আমাকে অনেক বড় সম্মান দিলো। বাকি জীবনটা অভিনয়ের সঙ্গে পার করতে চাই। আরও অনেক ভালো অভিনয় করতে চাই। অনেক ভালো কিছু উপহার দিতে চাই।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল