• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

টিকা নেওয়ার দুই মাস পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য সহকারী ইজাজুল হক হাসান জানিয়েছেন শনিবার ১০ এপ্রিল পর্যন্ত মির্জাপুর উপজেলায় ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়েছেন ৬০০শ জন এবং পরীক্ষা করেছেন প্রায় চার হাজার জন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, ডা. মাকসুদা খানম গত ৮ ফেব্রুয়ারী মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র থেকে করেনার টিকার প্রথম ডোজ গ্রহন করেন। দ্বিতীয় ডোজ টিকার সময় হলেও তিনি এখনো নেননি। গত কয়েকদিন ধরে তার করোনার উপসর্গ দেখা দিলে গতকাল শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিব আসে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, করোনা উপসর্গ দেখা দেওয়ায় সকালে অফিসে গিয়ে নমুনা দিয়েছি। কিছুক্ষনের মধ্যে নমুনা পরীক্ষার ফলাফল পজিটিব হয়েছে বলে জানতে পারেন। তিনি মির্জাপুর উপজেলা সদরে নিজ বাসায় আইসোলেশনে থাকবেন বলে জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল