• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ পেতে বিসিডিপি গঠন করবে সরকার রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ২৫ এপ্রিল থেকে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানি বৃদ্ধির প্রস্তাব বিবেচনাধীন স্বনির্ভর দেশ গড়তে প্রাণি সম্পদের উৎপাদন বাড়াতে হবে ঝালকাঠিতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন আমু শিক্ষা প্রতিষ্ঠান ফান্ডের অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে সরকার প্রাকৃতিক সম্পদের হিসাব প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে জাতির পিতার সমাধিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শ্রদ্ধা

মির্জাপুরে সেতুর অভাবে ঝুঁকি নিয়ে পারাপার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়ায় ধলেশ্বরীর শাখা নদীর ওপর একটি সেতু নির্মিত না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে প্রায় অর্ধলাখ মানুষ। বর্ষায় ঝুঁকি নিয়েই নৌকায় ও শুস্ক মৌসুমে বাঁশের সাঁকোতে নদী পারাপার হতে হয় তাদের।

নদীর এক পাড়ে রয়েছে নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কহেলা কলেজ, দুটি কিন্ডারগার্টেন স্কুল, উয়ার্শী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, আতুল্যা বাজার কমিউনিটি ক্লিনিক, উয়ার্শী ইউনিয়ন পরিষদ ভবন, নাগরপাড়া বাজার, কহেলা বাজার ও আতুল্যা বাজার। নদীর উত্তর পাশে রয়েছে মির্জাপুরের নাগরপাড়া, দাখিলি, নওগাঁ, মৈশামুড়া, মজদৈই, সাফর্তাসহ ১৫-২০টি গ্রাম। দক্ষিণে কহেলা, মোস্তমাপুর, ধামরাইয়ের চৌহাটসহ কয়েকটি গ্রাম। এছাড়াও নাগরপুর উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনসহ মির্জাপুরের উয়ার্শী, মজদই, মৈশামুড়া, নবগ্রামের লোকজনকে ধামরাই ও মানিকগঞ্জে যেতে নদী পার হয়ে দক্ষিণ পাড়ে যেতে হয়। মির্জাপুর উপজেলা সদর, জেলা শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য নদীটি পাড়ি দিয়ে নাগরপাড়া বাজারে আসতে হয়। এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সময়মতো বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নদীর উত্তর পাড়ে মোটরসাইকেল, অটোরিকশাসহ কিছু যানবাহন পাওয়া গেলেও দক্ষিণ পাড়ে কোনো যানবাহন পাওয়া যায় না। ফলে যাতায়াতে অনেক কষ্ট করতে হয়। নাগরপাড়া ধলেশ্বরী শাখা নদীর ওপর একটি সেতু নির্মিত হলে দুই পাড়ের প্রায় অর্ধলাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো না।

নাগরপাড়া বাজারের সবজি ব্যবসায়ী ফরিদ আক্তার বলেন, সেতু না থাকায় মালপত্র নিয়ে বাজারে আসতে খুবই কষ্টের মধ্যে পড়তে হয়। এতে সময়ও বেশি লাগে, ব্যয়ও বেড়ে যায়।

নাগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শফিকুল ইসলাম বলে, বর্ষাকালে আমাদের আতঙ্ক নিয়ে স্কুলে যাতায়াত করতে হয়। কলেজের এক ছাত্রী নৌকা ডুবে মারা যাওয়ার পর সন্তানদের স্কুলে পাঠিয়ে মা-বাবা সবসময় দুশ্চিন্তায় থাকেন।

মোটরসাইকেল আরোহী মোক্তার হোসেন বলেন, বর্ষাকালে নৌকা এবং শুস্ক মৌসুমে বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। প্রতিবার পার হতে টাকা গুনতে হয়।

খেয়ানৌকার মাঝি আশু আলী বলেন, বর্ষায় নৌকায় নদী পারাপার হতে হয়। নদীতে পানি কমে গেলে প্রতিবছর বাঁশের সাঁকো তৈরি করা হয়। তখন ঝুঁকি নিয়ে মানুষ সাঁকোর ওপর দিয়ে মোটরসাইকেল, রিকশা, ভ্যান পারাপার করে। প্রতিদিন গড়ে


দুই শতাধিক মোটরসাইকেল পারাপার হয়।

উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক বলেন, বর্ষায় নদীতে প্রবল স্রোত থাকে। সেতু না থাকায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। গত বছর ১৫ সেপ্টেম্বর মাঝনদীতে নৌকা ডুবে কহেলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যুর পর শিক্ষার্থীরা বর্ষা এলেই আতঙ্কে থাকে। ভয়ে শিক্ষাঙ্গনে যাওয়া বন্ধ করে দেয়। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেনের কাছে সেতু নির্মাণের ডিও চেয়েছি। কোনো কাজ হয়নি।

মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়ায় ধলেশ্বরী শাখা নদীর ওপর সাত কোটি টাকা ব্যয়ে ১৬০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই প্রস্তাবটির অনুমোদন পাব বলে আশা করছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল