• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে মাস্ক ব্যবহার না করার ৮ জনকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করার আপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ জনকে জরিমানা করা হয়েছে।

২১ মার্চ রবিবার সকালে পৌর এলাকায় বাসস্ট্যান্ডে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা জুবায়ের হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 
মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন বলেন, করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ জনকে অর্থদন্ড হিসাবে ৮০০টাকা আদায় করা হয়। এ সময় মির্জাপুর থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সমন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হয়। এছাড়া প্রায় ২ শত পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়। তিনি আরো বলেন, মির্জাপুর উপজেলায় করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তিতেও এ ধারা অব্যহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল