• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে মাস্ক না পড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

মির্জাপুরে মাস্ক না পড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড ও মাস্ক বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার মির্জাপুর বাজার মসজিদ মার্কেট এর সামনে স্থানীয় জনসাধারণ মাস্ক না পড়ায় তাদের এই অর্থদণ্ডসহ মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন।

জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পড়া নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কয়েক দিন যাবত প্রচারনা চলে। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেনের নেতৃত্বে মির্জাপুর বাজারে চলে ভ্রাম্যমান আদালতের অভিযান। এসময় মাস্ক না পড়ায় ১০ জনকে ১২০০শ টাকা জরিমানা করেন এবং কয়েক জনের মধ্যে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.জুবায়ের হোসেন জানান, মির্জাপুর বাজারে স্থানীয় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয় ও মাস্ক না পড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।করোনা মোকাবেলায় এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল