• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

মির্জাপুরে দুই মাটির ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি ও ইচাইল এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে।
 
বৃস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে ২টি স্থানে এ অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি ও ইচাইল এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ইচাইল গ্রামের মিনজু মিয়া (৪৫) ও বরাটি গ্রামের বাদশা মিয়া (৪৫) কে ৬৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
 
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাটি ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল