• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

মির্জাপুরে দুই ভুয়া পুলিশ সদস্য আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ জুন ২০২১  

টাঙ্গাইলে এক দিনমজুরকে আটক করে মুক্তিপণ আদায়ের ঘটনায় শনিবার (১২ জুন) সকালে মির্জাপুর উপজেলার কামাড়পাড়া ও চাঁনপুর থেকে দুই ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে সুজন মিয়া(৩০) ও চাঁনপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে রাফি মিয়া(২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৬ মে (বুধবার) রাতে মারিশনপাড়া গ্রামের মো. কদ্দুছ মিয়ার বাড়ির ধানকাটা এক শ্রমিককে পুলিশ পরিচয় দিয়ে আটক করে তাকে মুক্তি দিতে ২০ হাজার টাকা দাবি করেন। পরে তিন হাজার টাকা দিয়ে তিনি ছাড়া পেয়ে বাড়ি ফিরেন। পরে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজনকে ঘটনাটি জানালে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ওই দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন।

তারা মাঝে মধ্যেই ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এলাকার নিরীহ লোকজনকে জিম্মি করে টাকা ও মালামাল হাতিয়ে নেয় বলে এলাকাবাসী অভিযোগ করেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়েজ বলেন, তারা নিজেদের পুলিশ অফিসার ও কনস্টেবল পরিচয় দিয়ে ভাওড়া ইউনিয়নের মারিশানপাড়া গ্রামের এক দিনমজুরের কাছ থেকে টাকা আদায় করেন। পরে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল