• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে দুই ট্রাক চোরাই কাঠসহ চার জন আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

বন বিভাগের বিপুল পরিমান চোরাই কাঠসহ দুইটি ট্রাক আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চার কাঠ চোরকে গ্রেফতার করেছে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর রোডের বাঁশতৈল ইউনিয়নের তালতলা এলাকায় অভিযান চালিয়ে চোরাই কাঠসহ ট্রাক আটক ও ঘটনার সঙ্গে জড়িত চার কাঠ চোরকে গ্রেফতার করা হয় বলে শুক্রবার (২৪ জানুয়ারি) রেঞ্জ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন।

গ্রেফতারকৃত কাঠ চোররা হচ্ছে- উপজেলার কচুয়া গ্রামের হবি মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৫), কালিদাস গ্রামের আব্দুল মান্নানের ছেলে কামরুল ইসলাম (২০), তক্তারচালা এলাকার পারজাগ গ্রামের শাহ আলমের ছেলে সাগর মিয়া (১৯) এবং ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের বাবর আলীর ছেলে ইব্রাহিম (৪০)।

বাঁশতৈল রেঞ্জ অফিসের রেঞ্জ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, চোরাই কাঠসহ দুইটি ট্রাক আটক এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে বন আইনে মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।

তাদের এ অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল