• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের কদিম ধল্যা এলাকায় ৩৪টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩ টার দিকে কদিম ধল্যা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গরু বোঝাই ট্রাকটি ছিনতাই করা হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ ঘটনায় মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ট্রাক চালক সাইফুল ইসলাম রকি।

ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তার পাশ থেকে ৩৪ টি গরু উদ্ধার করেতে পেরেছে। যেগুলোর বাজার মূল্য আনুমানিক ১৬-১৮ লক্ষ টাকা। তবে গরু বহনকারী (ঢাকা মেট্রো ট- ১১-০-১৭৪) ট্রাকটি উদ্ধার করতে পারেনি পুলিশ।


 
ট্রাক চালক মো. নিশান জানান, চাপাইনবাবগঞ্জের সোনাইমুড়ী গরুর হাট থেকে ৩৪ টি গরু নিয়ে ট্রাক যোগে ঢাকার গাবতলী হাটের দিকে রওনা দিলে মির্জাপুরের কদিম ধল্যা নামক এলাকায় পৌছানোর পর কালো হাইস গাড়ী তাদের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। সে সময় তাদের কাছে ওয়াটকি, হ্যান্ডকাপ ও রিভালবার ছিলো বলে জানান তিনি।

এরপর একে একে ট্রাকে থাকা সবাইকে গাড়ি থেকে নামিয়ে হাইসে উঠিয়ে হাত পা বেঁধে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে চোখ বেঁধে তাদেরকে নিয়ে গাড়িতে করে রওনা দেয়। পথিমধ্যে বিভিন্ন জায়গায় এক এক করে সবাইকে নামিয়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, এ ঘটনায় ঘটনায় অতিদ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া গরু গুলো উদ্ধার হয়েছে। ট্রাক ও এ ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল