• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে ডাকাতের সক্রিয় ৩ সদস্য গ্রেপ্তার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ জুন ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাসুত্রে জানা যায়, গত শনিবার (০৭ই জুন) আশরাফ আনসারী নামক এক ব্যক্তি স্বপরিবারে প্রাইভেটকার যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

 

পথিমধ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় এসে তার ইস্তেঞ্জার প্রবল বেগ পেলে সে দেওহাটা ব্রিজের সামনে নামেন। নামার সঙ্গে সঙ্গেই ৩ জন ডাকাত এসে তার এবং তার পরিবারের সদস্যদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সাথে থাকা সকলকিছু নিয়ে পালিয়ে যায়।

 

পরে ১ সপ্তাহ পর শনিবার (১৩ই জুন) মির্জাপুর থানায় বাদী হয়ে আশরাফ আনসারী একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার-১৭ (১৩-০৬-২০২০)। পরে ঐদিনই ডাকাত দলের সদস্যদের সন্ধানে নামেন পুলিশ। দিনব্যাপী অভিযান শেষে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঐ রাতে ২ জনকে দেওহাটা ও অপর একজনকে ধেরুয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তারের পরদিন রবিবার (১৪ই জুন) তাদের তিনজনকে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস.আই মুরাদ জাহান।

 

ডাকাত দলের সদস্যদের কাছ থেকে ডাকাতি করা স্বর্ণের চেইন, ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় চাপাতি, ছোরা ইত্যাদি সরঞ্জামও জব্দ করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, উপজেলার দেওহাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল (৩০), ধেরুয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে আল-আমিন (৩২) ও কোট বহুরিয়া গ্রামের পালান মিয়ার ছেলে রাজু (২৫)।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল