• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে কৃষকদের মাঝে ৭টি হারভেষ্ঠার মেশিন, সার ও বীজ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় ধান কাটা শ্রমিক সংকট মোবাবিলায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে হারভেষাঠার মেশিন সারও বীজ বিতরন করা হয়েছে।

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকীতে কম্বাইন হারভেষ্ঠার মেশিন বিতরন করা হয়।

মির্জাপুর উপজেলার প্রকল্প ব্যবস্থাপনা কমিটি অনুমদিত তালিকা অনুসারে মহেড়া ইউনিয়নের তারা মিয়া, পৌরসভার জাহিদ, ফতেপুরের ওহাব ও মজনু, তরফপুরের শওকত মোমেন শাজাহান, আজগানার শাজাহান এবং আনইতারার সেলিম রেজার মাঝে এই মেশিন বিতরন করা হয়।

অপরদিকে ২০২১-২২ মৌসমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওয়াতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। এর আওথায় মোট ৪০০ জন নিবাচিত কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি উফশী আউশ বীজ,২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় কর্তৃক স্থয়িী কমিটির সভাপতি আলহাজ¦ মো. একাব্বর হোসেন এম,পি।

বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন মির্জাপুর ইপজেলার নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান,সহকারী কশিনার(ভ’মি) মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম ও মহিলা ভাইচ চেয়ারম্যান শামিমা আক্তার শিফা প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল