• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বীজ সার বিতরণ করে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীমা আকতার শিফা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের অতিরিক্ত উপ পরিচালক মো. ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুমাইয়া আফরিন ঝুমা প্রমুখ।

উপজেলা ২শ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৯শ জন কৃষকের মধ্যে মিষ্টিকুমড়া, করলা, বরবটি, শিমসহ ১৩ প্রকার সবজী বীজ বিতরণ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান জানিয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল