• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পাড় থেকে মাটি কাটার অপরাধে মো.শরীফ মিয়া নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে বিচারক। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর জেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে গিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জুবায়ের হোসেন।মাটি ব্যবসায়ী মো.শরীফ মিয়া উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মো.হারুনুর রশীদ এর ছেলে।
 
জানা গেছে, শরীফ দীর্ঘদিন ধরে ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় ব্রীজ সংলগ্ন নদীর পাড় থেকে মাটি কেটে তা বিক্রি কর আসছেন।সেই খবর পেয়ে সরজমিনে সেখানে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.জুবায়ের হোসেন।উপস্থিত হয়ে অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী শরীফকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
 এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.জুবায়ের হোসেন বলেন,নদীর পাড় থেকে মাটি কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল