• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মিথিলা ও ফাহমির অশোভন ছবি ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  

দেশের আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির ব্যক্তিগত বা অশোভন ছবি ও ভিডিও ইন্টারনেট থেকে অবিলম্বে অপসারণের পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারী আইনজীবী তাহসিনা তাসনিম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

 

সম্মতি ছাড়া কারো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়া নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২৮ নভেম্বর ওই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাহসিনা তাসনিম। কোনো ব্যক্তির তথ্য ও স্পষ্ট ছবি প্রচার-প্রকাশ নিয়ন্ত্রণে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বিটিআরসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

রিট আবেদনকারী আইনজীবী তাহসিনা তাসনিম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, প্রত্যেক ব্যক্তিরই একটি ব্যক্তিগত ও পারিবারিক জীবন আছে। সামাজিক অবস্থান আছে। কিন্তু অনেক সময় দেখা যায়, সেলিব্রিটিদের ব্যক্তিগত, অন্তরঙ্গ ছবি প্রচার বা প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি মিথিলা-ফাহিমের অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পোর্টালে প্রচার-প্রকাশ করা হয়েছে। যে কারো বেলায় তা ঘটতে পারে। এর জন্য যথাযথ নিরাপত্তা দরকার। তাই গত ২৮ নভেম্বর জনস্বার্থে রিট আবেদনটি করেছিলাম। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল