• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মাস্ক পড়া নিশ্চিত করতে ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে মাস্ক পড়া নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন।

জনসাধারণকে প্রশাসনের পক্ষ থেকে করোনার সংক্রমন রোধ বিভিন্ন মাধ্যমে করা হচ্ছে প্রচারণা এবং সতর্ক। দেয়া হচ্ছে বিনামূল্যে মাস্ক।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন। তিনি এ সময় মাস্ক না পড়ার দায়ে বাসস্ট্যান্ড এলাকা ও ধনবাড়ী বাজারের ১৩ জনকে ৩ হাজার ৫’শত টাকা অর্থদন্ড করেন এবং তাদের করোনাভাইসার সম্পর্কে সচেতন করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন তার সিএ আলমঙ্গীর হোসেন ও ধনবাড়ী থানার এসআই মুফিদুল হক সজল ও পুলিশ সদস্যরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল