• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মাস্ক না পরে বেরোলেই গুণতে হবে এক লাখ টাকা: বাসাইল উপজেলা প্রশাসন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ জুন ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বড় অঙ্কের জরিমানার বিধান জারি করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে উপজেলাবাসীকে৷ হতে পারে ৬ মাসের কারাদণ্ডও।

 

মঙ্গলবার ৯ জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামছুন নাহার স্বপ্না স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘরের বাইরে বা যে কোনো প্রতিষ্ঠানে অবস্থানরত ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরতে হবে। অন্যথায় সর্ব্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা ৬ মাসের জেল হতে পারে। ওষুধের দোকান ব্যতীত সব দোকান বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ৪টার পর দোকান খোলা পাওয়া গেলে সাজা ভোগ করতে হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল