• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মাদক, নারী নির্যাতন ও জঙ্গী প্রতিরোধে গোপালপুরে ক্যাম্পেইন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলের গোপালপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের, স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায়, বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতন ও জঙ্গী প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক এই ক্যাম্পেইনের আয়োজন করে।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা এর সভাপতিত্বে, উক্ত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ওসি তদন্ত কাইয়ুম খান সিদ্দিকী, হাদিরা এই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, কোর্স কো-অর্ডিনেটর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল সহ আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল