• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মহান শহীদ দিবসে পলাশবাড়ীতে শ্রদ্ধা নিবেদনে স্মৃতি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রয়ারী ,আমি কি ভুলিতে পারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ ইং ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী সকল ভাষা শহীদদের স্মরনে প্রথম প্রহরে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করছেন জাতীয় সংসদ ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। 

 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা শাখার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এ্যাড.স্মৃতির স্বামী বিশিষ্ট ব্যবসায়ি মাহবুবুর রহমান খান ৷

 

এরপর একে একে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, পৌরসভা,থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো,বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিকদল, নিউ লাইফ ফাউন্ডেশন,বিভিন্ন সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা। এছড়াও সকালে কেন্দ্রীয় শহীদ মিনার হতে প্রভাতফেরী শুরু হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শহীদবেদীতে পুস্পমাল্য অর্পন করে আবারো কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসে। দিনটি যথাযোগ্য মর্যদায় পালনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে দিনব্যাপী নানা কর্মসূচী আয়োজন করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল