• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

মধুপুরে বৃষ্টির ভারী বর্ষণে প্লাবিত বনাঞ্চল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

ভারী বর্ষণে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এতে চলাচল, বাজারে কৃষিজাত পণ্য বিশেষ করে আনারস, কলা আনা নেয়ায় স্থানীয়দের বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে। ভেসে গেছে বেশ কিছু মৎস্য খামারির কয়েক লাখ টাকার মাছ।

 

শুক্রবার (১০ জুলাই) দিনগত রাত থেকে শুরু হয়ে শনিবার (১১ জুলাই) ভোর পর্যন্ত বর্ষণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, শনিবার (১১ জুলাই) সকালে মধুপুর উপজেলার বনাঞ্চলের দোখলা পিকনিক স্পটের পাশ দিয়ে বয়ে যাওয়া ক্ষীর নদীর ধারা তলিয়ে গেছে। পানিতে ডুবে পাশের শোলাকুড়ি, সাইনামারী থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের জলছত্র যাওয়ার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক কষ্টে পানি ভেঙে ঘোড়ার গাড়িতে আনারস, কলা নিয়ে বাজারে যেতে দেখা গেছে এলাকার অনেক চাষিকে। হঠাৎ এমন বৃষ্টিতে স্থানীয় পুকুর, জলাশয় ডুবে চাষ করা মাছ ভেসে গেছে। ওই ভেসে যাওয়া মাছ ধরতে চেষ্টা করছেন অনেকে।

 

স্থানীয় অধিবাসী রফিকুল ইসলাম বলেন, এক রাতের ভারী বৃষ্টিতে এলাকার আবদুল মান্নান মুন্সি, মানিক মিয়া ও গারো সম্প্রদায়ের নাগরিক আন্দ্রেস নামে তিনজনের পুকুর, জলাশয়ে চাষ করা কয়েক লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। তুলিয়ে গেছে রাস্তাঘাট।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল