• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে কৃষিমন্ত্রীর বন্যা আশ্রয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

রবিবার (২৫ অক্টোবর) সকালে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা বলেন, “এটি তিন তলা বিশিষ্ট ভবন। এতে নির্মাণ ব্যয় প্রায় তিন কোটি টাকা।

এসময় অন্যান্যদের মধ্যে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মধুপুর ও ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল