• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভয়েস শিল্পী হতে চান মিসেস ইউনিভার্স প্রতিযোগি মোহনা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

মিসেস ইউনিভার্স ২০১৯-এর প্রতিযোগিতায় টপ ষোলতে স্থান পাওয়া এক সন্তানের জননী মোহনা ইয়াসমিন অপূর্বা গ্ল্যামার জগতে ভয়েস শিল্পী হিসেবেই টিকে থাকতে চান। রাজশাহী বাগা থানার মেয়ে মোহনা ছোটবেলা থেকে বাগা শিল্পকলা একাডেমি থেকে শিল্পচর্চা শুরু করেন। তিনি বর্তমানে ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী হওয়া সত্ত্বেও শিল্পচর্চা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, ‘নানা কারণে আমি প্রতিযোগিতা থেকে সরে এসেছি। তবে আমাদের ষোল জনকে বেছে নেওয়া হয়েছিল আট হাজার ৫০০ প্রতিযোগীর মধ্য থেকে।’ তিনি বলেন, ‘আমি অংকন, আবৃত্তি, পারফর্মেন্স, সঙ্গীতসহ শিল্পকলার বিভিন্ন শাখাতেই শিক্ষার জন্য বিচরণ করেছি। আয়ত্ত করেছি অনেক কিছু। বলতে পারেন আমি শিল্পেরই মানুষ।’ 

 

মোহনা বলেছেন, ‘ক্যাবল নেটওয়ার্কে ভয়েস দেওয়ার মধ্য দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়। এছাড়া থানা ও জেলা পর্যায়ে শিল্পকলার বিভিন্ন প্রতিযোগিতায় আমি প্রচুর পুরস্কার ও সনদপত্র পেয়েছি।’ ২০১৫ সালে তিনি একটি প্রসাধনী কোম্পানির স্কলারশিপ পান। সেখান থেকে তাকে মডেল হওয়ারও অফার দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘ছোট ছিলাম বলে সে অফার গ্রহণ করতে পারিনি। আমার বর্তমান বয়স ২২ বছর।’

 

ক্যারিয়ার নিয়ে তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনের অফার পাচ্ছি অনেক। কিন্তু ফেব্রুয়ারি মাসে আমার পরীক্ষা থাকায় কোনো অফারই গ্রহণ করতে পারছি না। পরীক্ষার পর ভালোভাবে কাজ শুরু করব। আমি পারফর্মিং আর্টের সব সেক্টরে চেষ্টা করব। তবে আমার সবচেয়ে বেশি পছন্দ প্রিন্ট মিডিয়া। অর্থ আমার জন্য বিষয় নয়, শিল্পী হিসেবে আত্মতৃপ্তিটাই আমার জন্য বড় কথা।’ তিনি বলেন, ‘আমি আত্মতৃপ্তি ও সততা নিয়ে এগিয়ে যেতে চাই। রাতারাতি তারকা হতে চাই না। আমি এমন একজন হয়ে ওঠতে চাই, যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে হয়ে ওঠবেন বাংলা সংস্কৃতির প্রতিনিধি।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল