• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র জমা দিলেন যারা বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজস্তান: সালমান এফ রহমান ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম : শেখ হাসিনা

ভূঞাপুরের ইটভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে, দূষিত হচ্ছে পরিবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ফসলি জমি ও জনবসতির মাঝে গড়ে ওঠা অবৈধ কয়েকটি ইট ভাটায় অবৈধভাবে পোড়ানো হচ্ছে কাঠ। ইটভাটাগুলো প্রকাশ্য কাঠ পুঁড়িয়ে তৈরি করছে ইট। নিয়ম নীতির তোয়াক্কা না করে ইট তৈরির জন্য কেটে নিচ্ছে তিন ফসলী কৃষি জমির টপ সয়েল অর্থাৎ উপরের স্থরের র্উবর মাটি। এতে একদিকে নষ্ট হচ্ছে কৃষি জমির উর্বর শক্তি, অন্যদিকে মাটি কাটার ফলে উৎপাদনশীল জমি গুলো দিনে দিনে ছোট ছোট পুকুরে পরিণত হয়ে কমে যাচ্ছে ফসল উৎপাদন। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।

ভাটাগুলো হতে একযোগে নির্গত কালো ধোঁয়ায় আকাশ মেঘাচ্ছন্নের মতো আবরণ সৃষ্টি হয়। ভাটায় নির্গত ধোঁয়া ও ধুলাবালিতে এলাকাবাসী মারাত্মককভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে।


 
ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারায় উল্লেখ রয়েছে, কোন ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কোন কাঠ ব্যবহার করতে পারবেন না। অথচ প্রশাসনের চোখের সামনেই এরকম অনিয়ম চলছে দিনের পর দিন।

এরকমই বেশ কয়েকটি ভাটার মধ্যে উল্লেখযোগ্য মিশাল, কবির ও আখি ইটভাটা। ওই ইটভাটা মালিকদের দাবি তারা প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে চালাচ্ছে এই কর্মকান্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায় মিশাল ইটভাটার মালিক ফারুক, কবির ভাটার মালিক কবির ও আখি ইট ভাটার মালিক নুরে আলম এর ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাকে মামলা-হামলার ভয় দেখিয়ে থামিয়ে দেয়া হয়।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা মনে করেন, প্রশাসনের হস্তক্ষেপেই বন্ধ হতে পারে অবৈধ ইট ভাটাগুলো। তাহলেই বন্ধ হবে অবৈধ কাঠ পোড়ানো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল