• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে বানর এখন লোকালয়ে!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ মার্চ ২০২০  

টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকাতে খাবারের খোঁজে বানর লোকালয়ে এ গাছ থেকে ও গাছ সহ পুরো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। মানুষের বসত-বাড়িসহ হাটবাজারে দেখা যাচ্ছে চারটি বানরকে। গত এক মাস ধরে উপজেলার বঙ্গবন্ধু সেতু এলাকায় দেখা যাচ্ছে এ বানরগুলোকে।

এলাকায় বানর দেখে মানুষও ভীর জমাচ্ছে।  বানরও মানুষকে দেখে স্থান ত্যাগ করছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইল কান্দী বল্লভবাড়ী  সরাতৈল শ্যামশল সারপলশিয়া এলাকায় বানর দেখতে পায় গ্রামের মানুষজন। বানর দেখতে সেখানে মানুষের ভীর করতে দেখে দ্রুত প্রস্থান করে বানরগুলো।

অন্যদিকে ভূঞাপুর উপজেলা  বঙ্গবন্ধু সেতু পূর্ব  হতে মধুপুর বনের দুরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। ধারনা করা হচ্ছে বানরগুলো খাবারের সন্ধানে বন ছেড়ে এতো দূরে চলে এসেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইল কান্দী বাজার এবং  লিটল স্টার কিন্ডারগার্টেন এলাকা হঠাৎ করে বানরগুলো গাছে দেখতে পাওয়া যায় । বানরগুলো  এ গাছ ও গাছে যাচ্ছে। কৌতুহল মানুষও বানরগুলো দেখতে ভীর করছে।

স্থানীয়রা জানান, গত একমাস ধরে এলাকায় বানরগুলো দেখতে পাওয়া যায়। এরপর ধীরে ধীরে মানুষ জড়ো হতে দেখে বানরও স্থান ত্যাগ করে। অভুক্ত বানরগুলো  খাবারের সন্ধানে হয়ত লোকালয়ে এসেছে। আগে কখনও লোকালয়ে বানরগুলো দেখা যায়নি। তবে বানরগুলো কোন ক্ষতি করছে না বা কাউকে কামড় দিচ্ছে না।

লোকালয়ে আসা বানরগুলো  বিষয়ে স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের অবহিত করা হবে বলে জানান ইউপি সদস্য আব্দুল হাই আকন্দ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল