• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ মার্চ ২০২১  

আনন্দ উৎসবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সকালে অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, সরকারি-বেসকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ববন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক নেতৃত্ববন্দসহ স্থানীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
এরআগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। পরে আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সহকারী কমিশনার (ভূূূমি) আবদুল্লাহ আল রনি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ। এদিকে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের নেতৃত্বে দলীয় কার্যালয়েও নানা কর্মসূচি পালন করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল