• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে ফলদা ইউপি ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ মার্চ ২০২০  

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে গতকাল বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ আমানউল্লাহ্‌ এ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে ওলিউর রহমান সিফাতকে আহ্বায়ক এবং শাকিল মিয়াকে প্রধান যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক তানভীর আকন্দ, মেহেদী হাসান শুভ, টিপু সুলতান, মাহবুব রানা ও জাহিদ হাসান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী তিন মাসের জন্য ফলদা ইউনিয়ন ছাত্রলীগের এ আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। ওই সময়ের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ধুবলিয়া মোবারক মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফলদা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

জানা যায়, এদিন সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা করা হয়নি। কমিটি ঘোষণার জন্য কয়েক দিনের সময় চেয়েছিলেন নেতারা। কিন্তু এর প্রায় অর্ধমাস পরে এসে আহ্বায়ক কমিটি দেওয়া হলো।

নব কমিটির যুগ্ম-আহ্বায়ক শাকিল মিয়া বলেন, ছাত্রলীগ হচ্ছে একটি আদর্শের নাম। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এখন আমরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নেতাদের সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতেই পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল