• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামী ও শ্বশুরের মৃত্যুদণ্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চাঞ্চল্যকর গৃহবধূ তাছলিমা আক্তার হত্যা মামলার রায়ে স্বামী ও শ্বশুরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন।

রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে  আর্থিক জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো নিহত গৃহবধুর স্বামী জহিরুল ইসলাম ও শ্বশুর মোঃ মজনু।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার মামলার এজাহার সূত্রে জানান, ২০১৪ সালে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ডিগ্রিরচর কুঠির বয়রা গ্রামের খন্দকার তছলিম উদ্দিনের মেয়ে তাছলিমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার অর্জুনা গ্রামের মোঃ মজনুর ছেলে জহিরুল ইসলামের সাথে।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে স্বামীর পরিবার গৃহবধূ তাছলিমাকে নির্যাতন করতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ২৩ নভেম্বর সন্ধার পর হতে ২৮ নভেম্বর সকাল পর্যন্ত যে কোন সময়ের মধ্যে গৃহবধূ তাছলিমাকে হত্যা করে যমুনা নদীতে লাশ ভাসিয়ে দেয়। ২৯ নভেম্বর গৃহবধূর লাশ যমুনা নদীতে ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত তাছলিমা আক্তারের পিতা  খন্দকার তছলিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মৃত্যুদন্ড দন্ডপ্রাপ্ত দুই আসামী পলাতক রয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল