• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

‘ভূঞাপুরে উপমহাদেশের কৃষকনেতার জন্মজয়ন্তী পালন’

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০  

উপমহাদেশের কিংবদন্তি কৃষকনেতা ও ভাষা সৈনিক ভূমিপুত্র হাতেম আলী খান এর- ১১৭তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ‘হাতেম আলী খান মুক্তমঞ্চ’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৫ টায় গ্রাম পাঠাগার আন্দোলন সংগঠনের উদ্যোগে উপজেলার অর্জুনার হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজ মাঠ প্রাঙ্গণে নব-নির্মিত মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মুক্তমঞ্চ উদ্বোধন ও হাতেম আলীর স্মৃরণে এক মিনিট নীরবতা পালন এবং তার কর্মজীবনী নিয়ে আলোচনা সভা করা হয়। এরপর রাতে মনোমুগ্ধকর বেহুলা লক্ষিন্দরের গান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গ্রাম পাঠাগার আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও হাজী ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার খান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- হাতেম আলী খানের ঘনিষ্ট রাজনৈতিক সহচর ও টাঙ্গাইল জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অধ্যাপক নাজীর হোসেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, বিশিষ্ট সাংবাদিক ও লেখক জুলফিকার হায়দার ও হাতেম আলী খানের সহকর্মী নাটোয়ারপাড়া চরের সাবেক ইউ.পি চেয়ারম্যান ও প্রবীণ কৃষকনেতা আব্দুল কাদের প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- হাতেম আলী খানের ছাত্র ও রাজনৈতিক সহচর আব্দুল মজিদ মিয়া, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, সিরাজগঞ্জ জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুখ, ঘাটালের প্রবীণ কৃষকনেতা বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কৃষকনেতা ও আলোচনা সভার সঞ্চালক আনোয়ার হোসেন খান প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল