• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন করায় ড্রেজারসহ পাইপ ধ্বংস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবৈধ বাংলা ড্রেজারসহ প্রায় ৯০০ মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) বিকালে অভিযান পরিচালনা করে উপজেলার কষ্টাপাড়া এলাকায় স্থানীয় বালু ব্যবসায়ী সাবেক আসাদ মেম্বারের অবৈধ বাংলা ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন। কমিশনার আসলাম হোসেন বলেন- বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ব্যবহৃত যন্ত্রাংশ ধ্বংস করা হয়। ড্রেজার মালিককে না পাওয়ায় জরিমানা করা যায়নি। এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল