• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভুল করে ইউরোপ মনে করবেন না, এটি বাংলাদেশের এক্সপ্রেসওয়ে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ মার্চ ২০২০  

উপরের ছবিটি দেখেই আপনারা হয়তো ভাবছেন এটি ইউরোপ বা উন্নত কোনো দেশের সড়ক বা চিত্র। কিন্তু না, এটি বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এ সড়ক ব্যবহার করে মাত্র ২৮ মিনিটেই ঢাকা থেকে মাওয়া যাওয়া যাবে।

Don`t think Europe is wrong, this is Bangladesh Expressway

 

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার্থে ২০১৬ সালে শুরু হয় প্রথম এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণের মানুষ সরাসরি যাতে রাজধানীতে প্রবেশ করতে পারে তার জন্যই এই পরিকল্পনা।

Don`t think Europe is wrong, this is Bangladesh Expressway

 

দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে থাকছে দৃষ্টিনন্দন চার লেনের সড়ক। যে সড়ক ধরে দ্রুত গতিতে চলতে পারছে যানবাহন। স্থানীয়দের চলাচলের জন্য মূল সড়কের পাশেই করা হয়েছে দুই লেনের সার্ভিস সড়ক।

Don`t think Europe is wrong, this is Bangladesh Expressway

 

এই এক্সপ্রেসওয়ে যুক্ত হবে এশিয়ান হাইওয়ের সঙ্গে। থাকছে ৪টি বড় সেতু, ছোট সেতু ২৫টি আর ৫টি ফ্লাইওভার। এ পথে রেল ওভারপাস আছে ১৯টি।

Don`t think Europe is wrong, this is Bangladesh Expressway

 

পদ্মাসেতু চালু হলে এ মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীসহ পুরো দেশের যে নিবিড় যোগাযোগ তৈরি হবে তার অর্থনৈতিক ও সামগ্রিক সুফল দেশকে এগিয়ে নেবে অনেকাংশেই।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল